সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট’র অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট’র অনুষ্ঠান

এসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউ এস এ ইনক এর আয়োজনে—অত্যন্ত আনন্দঘন পরিসরে ও গর্বের সাথে সফল ভাবে ৪র্থ তম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট অনুষ্ঠানটি গত ৮ ডিসেম্বর ২০২৪ রবিবার, নিউইয়র্কের উড সাইড এলাকায় কুইন্স প্যালেস হলে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ টি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসেম্বলিম্যান জেনিফার রাজকুমার,কাউন্সিল মেম্বার সুসান জুয়াং ও ষ্টিভেন রাগা। আয়োজক কমিটিতে ছিলেন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, কনভেনার সেলিম ইব্রাহিম, মেম্বার সেক্রেটারি ডাক্তার মুক্তার আহমেদ, এডভাইজার মিন্টু কুমার রায়, প্রেসিডেন্ট তারেক মাহমুদ, জেনারেল সেক্রেটারি সোহেল চৌধুরী, কো—কনভেনার ড.কামরুল,কমিটিতে আরো রয়েছেন—দীপক দাস,সাদিয়া আফরিন, ড. রফিকুল ইসলাম, তাপস সাহা, লায়ন মো.জাকির হোসেন জুয়েল, লায়ন মোহাম্মদ জহিরুল হক বশির ও সাহানা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ( ট্রাব) যুক্তরাষ্ট্র এর সাধারণ সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ জহিরুল হক বশির, এবং গীতা পাঠ করেন— দীপক দাস, তারপর যথাক্রমে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়, ডাক্তার মুক্তার আহমেদের পরিচালনায় বাচ্চাদের কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ইভেন্ট ও পরিবেশনা ছিলো আরো এক অন্যরকম সৌন্দর্য এছাড়াও একটি সেগমেন্ট পরিচালনা করেন চেয়ারম্যান মোঃ মাসুদ রানা এবং অন্য আরো দুটি সেগমেন্ট পরিচালনা করেন সাগির খান ও লিটন, পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন যথাক্রমে — শান্তনু সাজ্জাদ ও কুয়েল তারেক,অনুষ্ঠানে এপিটাইজার এবং রাতের খাবার পরিবেশন করা হয়। উক্ত ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট অনুষ্ঠানের হল ভর্তি দর্শকদের কে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় প্রথমে দেশাত্ববোধক গান দিয়ে শুরু করেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। তারপর গান নিয়ে আসেন তৃষ্ণা তিথী, শাহ মাহবুব, কালা মিয়া, ড.কাম্রুল ও হিরা সহ জনপ্রিয় শিল্পীবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com