আমেরিকানদের একটি বিরাট উৎসব হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে।এটি কোন ধর্মীয় উৎসব নয়,ঐতিহাসিক।রেড ইন্ডিয়ানরা এ উৎসবের সূত্রপাত করলেও এখন তা বিভিন্ন স্হানে ছড়িয়ে পড়েছে ।কানাডা এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গাতেও দেখা যায় ।কানাডাতে অক্টোবরের দ্বিতীয় সোমবার এবং আমেরিকায় নভেম্বরের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে পালন করা হয় ।
প্রথম থ্যাঙ্কস গিভিং ডে কবে পালন করা হয় সঠিকভাবে তা কেউও জানে না ।তবে বেশির ভাগ আমেরিকানরা মনে করেন,প্রথম পালন করা হয় ১৬২১ সালে ছোট শহর নর্থ আমেরিকা পিলিমাউতে এবং আব্রাহাম লিংকনের সময় অন্য রুপ দেয়া হয় ।অর্থ্যাৎ জাতীয় ন্যাশনাল হলিডে হিসেবে চিহ্নিত করা হয় ।দেখা যায় ৪৬.৩ মিলিয়ন আমেরিকান ৫০ মাইল অথবা তারও বেশি ট্রাভেল করে বন্ধু বা পরিবারের সাথে ডিনার করতে যায় ।বছরের অন্য দিনের চেয়ে থ্যাঙ্কস গিভিং ডে তে বেশি খাবারের ব্যবস্থা করা হয় এবং খাবারের প্রধান আর্কষণ থাকে টার্কি।
সময়ের সাথে সাথে বাংলাদেশীদের মাঝেও থ্যাঙ্কস গিভিং ডে পালন ব্যাপক উৎসবের রুপ নিয়েছে ।নভেম্বরের শেষ বৃহস্পতিবার অর্থ্যাৎ ২৮ তারিখে থ্যাঙ্কস গিভিং ডে ।নিউইয়র্কে বাঙালীদের মাঝে থ্যাঙ্কস গিভিং শুরু হয়েছিল দশ-বার দিন আগে থেকেই ।নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের থ্যাঙ্কস গিভিং পার্টির ব্যবস্থা করা হয়েছিল ১৯শে নভেম্বর ।নভেম্বরের ২৪ তারিখে মুনমুন ও কিরণভাই এর বাসায় জাঁকজমকপূর্ণ থ্যাঙ্কস গিভিং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ।শুধু তাই নয়,সবাইকে গিফ্ট ব্যাগ উপহার দেয়া হয় ।যা ছিল আকর্ষণীয় ।নভেম্বরের ২৭ ,২০২৪ তারিখে কুইন্স প্যালেসে থ্যাঙ্কস গিভিং ফ্যামিলী ডিনার অনুষ্ঠিত হয় ।বিন্দু কণার গান ছিল আকর্ষণীয় ।হঠাৎ করে থ্যাঙ্কস গিভিং ডে তে যা ছিল নভেম্বরের ২৮,২০২৪ খামারবাড়ি কামরু ভাই নবান্ন রেস্টুরেন্টে টার্কি ভোজন করান।শুধু তাই নয়,সাথে দিয়েও দেন।
প্রতি বছর এভাবেই থ্যাঙ্কস গিভিং ফিরে আসুক এ কামনা করি এবং সবাইকে থ্যাঙ্কস গিভিং এর শুভেচ্ছা।