সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুইন্সে জাকজমকপূর্ন থ্যাংকস গিভিং পার্টি ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুইন্সে জাকজমকপূর্ন থ্যাংকস গিভিং পার্টি ও সংবর্ধনা

প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশে সোসাইটির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট পার্টির আয়োজন করেছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এ আয়োজনের মূল উদ্যোক্তা ইশতিয়াক রুমি, এজাজুল ইসলাম নাঈম ও ন্যান্সি। ২৭ নভেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সবাইকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র—ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, স্কুল সম্পাদক হাসান জিলানীসহ সবাইকে বরণ করে নেয়া হয়।

 

সঞ্চালনায় শো টাইমে মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট—সিইও এবং সেলিম আলী পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটর আহ্বায়ক শাহ নেওয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, নুরুল আজিম, রায়হান জামান, কাজী আজম, আহসান হাবীব,  মহিউদ্দিন দেওয়ান,  কামরুজ্জামান  কামরুল, অনিক রাজ, সেজাদ রহমান,বদরুদ্দোজা সাগর, মনিরুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে শাহ নেওয়াজ সবাইকে থ্যাংস গিভিং এর শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত কমিটির সবাইকে একই সাথে মঞ্চে আমন্ত্রণ করেন এবং কমিউনিটি বিনির্মাণে সোসাইটির সবার সহযোগীতা কামনা করেন।
নতুন সভাপতি আতাউর রহমান সেলিম নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। এজন্য সব বাংলাদেশীকে পাশে থাকার আহ্বান জানান।
নতুন সাধারণ সম্পাদক মো. আলী সোসাইটির কল্যাণে কাজ করার জন্য সবাইকে এগিযে আসার আহবান জানান৷
অনুষ্ঠানে একে একে উপস্থিত বিশিষ্টজনরা এক মিনিট করে বক্তব্য দেন এবং শুভেচ্ছা জানান।
সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ, কৃষ্ণা  তিথি, বিন্দু কণা ও অংকন।

মনোরম এই থ্যাংকস গিভিং পার্টি ও ডিনারের আয়োজনে ছিল কমিউনিটি ব্যক্তিত্ব এজাজুল ইসলাম নাইম এবং ইশতিয়াক রুমি। সন্ধ্যা থেকে রাত ১২ পর্যন্ত চলা এ ফ্যামিলি পার্টিতে কমিউনিটির বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com