রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শীতে এসির যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতে এসির যত্নে করণীয়

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে শীতের আবহ। ঘরে ঘরে চলছে শীতকে বরণ করে নেয়ার প্রস্তুতি। গরম কাপড় নামানো, ধোয়া…বয়স্কদের ঔষধপত্র…এছাড়া পিঠাপুলির আয়োজন তো রয়েছেই। তবে, এতকিছুর মাঝে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস অনেক সময় নজর এড়িয়ে যায়। যেমন-গরমের সঙ্গী এসি! শীত আসায় দীর্ঘ সময় এই ইলেকট্রনিক যন্ত্রটি বন্ধ থাকবে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গ্রীষ্মকাল এলে এসি অনেক সময় অকেজো হয়ে পড়ে। ফলে সার্ভিসিং-এ দিতে হয় অতিরিক্ত খরচ। তবে শীতের প্রস্তুতির মাঝেই যদি এসি’টির যত্ন নেয়া যায়, তবে বাড়তি এ ঝক্কি এড়ানো সম্ভব। আবহাওয়া-জনিত ক্ষতি, মরিচা ধরা, ধুলো-ময়লা জমা রোধ করে এসি সুরক্ষিত রাখার প্রক্রিয়াকে বলা হয় উইন্টারাইজিং। এই প্রক্রিয়াটি বাংলাদেশের মতো আর্দ্র অঞ্চলে এসিগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে বেশ কার্যকর।

জেনে নেয়া যাক শীতে এসি বন্ধের আগে উইন্টারাইজিংয়ের পদ্ধতিগুলো-

এসি পরিষ্কার করুন

প্রথমেই এসি বন্ধ করে ফিল্টার বের করে নিন। এরপর খুব সাবধানতার সাথে ফিল্টার ও ভেন্ট মুছে নিন। পরিচ্ছন্ন ফিল্টার আপনার এসির ভেতরে বাতাসের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিতে কাজ করবে। এরপর একটি নরম কাপড় দিয়ে ইভেপোরেটর কয়েল থেকে ধুলো-ময়লা মুছে ফেলতে হবে। এতে করে এসির ভেতরকার অস্বস্তিকর গন্ধ কমে আসবে। এসিতে ফ্রিজ ওয়াশ বা অটো ড্রাইয়ের মতো ফিচার থাকলে, ইভেপোরেটর কয়েল ম্যানুয়ালি পরিষ্কার করার বদলে এগুলো ব্যবহার করুন।

জমে থাকা পানি ফেলুন

এয়ার কন্ডিশনারে কুলিং প্রসেস চলার সময় এর ভেতরে থাকা কনডেনসেট প্যানে পানি জমে থাকে। তাই, সেখানে নোংরা-ময়লা না জমাতে চাইলে এবং দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে চাইলে এই জমে থাকা পানি ফেলে দিতে হবে। এরপর, অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে আবার এসি ব্যবহার শুরু করার আগে ড্রেইন লাইনটি ভালোভাবে দেখে নিন। লাইনে কোনো ধরনের লিক নেই, তা নিশ্চিত করে নিন।

এসি ঢেকে রাখুন

পরিষ্কার করা ও জমা পানি ফেলা হয়ে গেলে আর্দ্রতা, পোকামাকড় ও ধুলা থেকে সুরক্ষিত রাখতে এসি ঢেকে রাখুন। এক্ষেত্রে, ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করলে ভালো হবে। সম্ভব হলে, মাঝেমাঝে কিছু সময়ের জন্য হলেও এসি চালিয়ে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা!

এই কাজগুলো এখন আপনি নিজেই করতে পারবেন। তবে, এসির ইন্টারনাল কম্পোনেন্ট ঠিক আছে কিনা দেখতে, ডিপ ক্লিন করতে এবং এই শীতের পরেও এসিকে আগের মতো সচল রাখতে প্রফেশনাল কারও সহায়তা নেয়া যেতে পারে। স্যামসাংসহ কিছু ব্র্যান্ড এসি সহ বাকি গৃহস্থালি অ্যাপ্লায়েন্সের সুরক্ষায় প্রফেশনালদের নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসি উইন্টারাইজ করার ক্ষেত্রে তারাও সহায়তা করতে পারে।

Facebook Comments Box

Posted ৩:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com