রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন?

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন?

সম্পর্কে প্রতারণা নতুন কিছু নয়। হয়তো একজনের সঙ্গে প্রেম ছিল অনেক বছর পর, হঠাৎ করেই দেখা গেল সঙ্গী প্রতারণা করতে শুরু করেছে। বিয়ের পরও প্রতারণার ঘটনা অহরহই ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে প্রতারণার ব্যাপারটা হঠাৎ করেই হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় প্রতারণার পাহাড়। এর পেছনে রয়েছে নানা কারণ। যেমন-

১. বহুদিন সম্পর্কে থাকার পর অনেকের কাছে জীবন একঘেয়ে হয়ে পড়ে। একঘেয়ে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। এর ফলে পুরনো সম্পর্কে ছেদ পড়ে।

২. কেউ কেউ প্রতিশোধপ্রবণ মনোভাব থেকে সঙ্গীর সঙ্গে প্রতারণা করতে শুরু করেন। যেমন, আগের কোনও সম্পর্কে ঠকে খাওয়ার পর মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই। সেই রাগই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। আর যার কারণে সঙ্গীকে প্রতারণা করেন।

৩. সম্পর্কে থেকেও যদি কেউ খুশি না থাকেন তাহলে অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন। আর সেই কারণেই পুরনো সম্পর্কের সঙ্গে প্রতারণা শুরু করেন।

৪. সমীক্ষা বলছে, একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ প্রতারণাকে হাতিয়ার করেন। যদি সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু কিছুতেই তাঁকে ছাড়া না যায়, তাহলে অনেকেই প্রতারণার সাহায্য় নিয়ে সঙ্গী থেকে দূরে সরে যান।

Facebook Comments Box

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com