শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শীতে যেভাবে যত্ন নিলে গোলাপ গাছে বেশি ফুল ফুটবে

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   25 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতে যেভাবে যত্ন নিলে গোলাপ গাছে বেশি ফুল ফুটবে

শীত আসছে। এ সময় ফুল গাছের বিশেষ যত্ন নিতে হয়। গাছভর্তি গোলাপ ও আকারে বড় ফুল পেতে আগে থেকেই পরিচর্যা করতে হবে।

সূর্যের আলো: গোলাপ গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন। টবে গাছ থাকুক বা বাগানে— সূর্যের আলো অবশ্যই লাগবে। বারান্দা কিংবা ছাদে যেখানেই গোলাপ গাছ লাগান না কেন, যে স্থানে সরাসরি রোদ পড়ে সেখানেই টব রাখবেন। ছায়াযুক্ত স্থানে গোলাপ গাছ বেশি দিন বাঁচবে না।

নিকাশি: গোলাপ গাছের বৃদ্ধির জন্য পানি প্রয়োজন। তবে মাটিতে পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। তাই যে টবে গাছটি লাগানো হয়েছে, তার নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে। গাছে পরিমাণমতো পানি দিতে হবে। অতিরিক্ত কম বা বেশি পানি গাছের গোড়ার ক্ষতি করবে।

মাটি: গোলাপ চাষের জন্য দোআঁশ মাটি ভালো। গাছের বেড়ে ওঠার জন্য দরকার জৈবসার। মাটিতে পিএইচের মাত্রা ৬-৭ থাকতে হবে।

আবহাওয়া: গরমের চেয়ে হালকা শীতে গোলাপ ফুল ভালো হয়। ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাছের জন্য আদর্শ।

আরো যা জানা প্রয়োজন
গোলাপের রং ও আয়তন পরিবেশ-পরিচর্যার উপর অনেকটা নির্ভর করে। আবার কোন জাতের গাছ, সেটিও খুব গুরুত্বপূর্ণ। গোলাপ গাছ যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং ফুল ফোটে সে জন্য যত্নের প্রয়োজন।
• গোলাপ গাছের ফুল শুকিয়ে গেলে তার বেশ কিছুটা নিচ থেকে ডাল কেটে দিতে হবে। এতে নতুন শাখা গজাবে। ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে।
• যে ডালপালায় ফুল ধরছে না, সেগুলোও নিয়ম মেনে ছেঁটে দিতে হবে।
• গাছের নিচের অংশের পাতা ছেঁটে, গাছের শিকড়ের বৃদ্ধির জন্য হরমোন ব্যবহার করতে পারেন।
• গাছে বেশি ও পুষ্ট ফুল পেতে গেলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে। পাতা পচা সার ও ইউরিয়া, ডাই-অ্যামোনিয়াম সালফেট ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।

Facebook Comments Box

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com