
ইউএনএ নিউজ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক থেকে প্রকাশিত ইংরেজি ম্যাগাজিন ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’—এর প্রধান সম্পাদক, বিশিষ্ট প্রিন্টিং ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহাম্মদ কামরুল ইসলাম সনির নেতৃত্বে ‘লাইফ ইনেশিয়েটিভ’ নামে একটি নতুন অলাভজনক সামাজিক সংগঠন আত্নপ্রকাশ করেছে। ইতিমধ্যেই সংগঠনটির পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি এবং পরিষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সালমা জাহান, মুহাম্মদ রাকিবুল ইসলাম ও শানিলা জাহান।
সংশ্লিস্টরা জানান, ‘লাইফ ইনেশিয়েটিভ’ সংগঠনটি মূলত: কম প্রতিনিধিত্বকারী যুবসমাজ এবং সম্প্রদায়কে ক্ষমতায়ন করা এবং নাগরিক অধিকার ও সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করবে। সংগঠনটির লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে একত্রিত হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ‘লাইফ ইনেশিয়েটিভ’ নিউইয়র্কসহ বিশ্বের অন্যান্য স্থানেও সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখাবে।
উল্লেখ্য, মুহাম্মদ কামরুল ইসলাম সনি বাংলাদেশে ‘লাইফ’ নামে একটি এনজিও’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হিসেবে ১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ স্কাউটস, খেলাঘর আসর, আধুনিক (আমরা ধূমপান নিবারণ করি), চিলড্রেন্স ভয়েস, এবং ইয়ুথ স্কলারস কাউন্সিলসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও প্রবাস জীবনে তিনি মূলধারার রাজনীতি সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam