সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫ জানুয়ারি থেকে ম্যানহাটানে টোল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ জানুয়ারি থেকে ম্যানহাটানে  টোল

 

গভর্নর ক্যাথি হকুল  ম্যানহ্যাটানে কনজেশন টোল আদায় কর্মসূচী গ্রহণের ঘোষণা দিলেন বৃহস্পতিবার। অথচ তিনিই এ বছরের  জুন কনজেশন টোল কর্মসূচী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন। এই কর্মসূচী থেকে বছরে ১৫ বিলিয়ন ডলার রেভিনিউ  আসার কথা। ম্যানহাটনের ৫৯ স্ট্রিট থেকে ব্যাটারি পার্ক পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকলেই টোল দিতে হবে।

বৃহস্পতিবার গভর্নর ক্যাথি হকুল জানান, আগামী ৫ জানুয়ারি থেকে এই টোল আদায় শুরু হবে। তবে তা পিক আওয়ারে পূর্ব ঘোষিত ১৫ ডলারের পরিবর্তে ৯ ডলার নির্ধারণ করা হয়েছে ড্রাইভারদের কথা চিন্তা করে। ম্যানহ্যাটানের ৬০ স্ট্রিট থেকে দক্ষিণে অর্থাৎ লোয়ার ম্যানহ্যাটানের শেষ পর্যন্ত ম্যানহ্যাটানে ঢুকতে এই টোল প্রদান করতে হবে। ইতিমধ্যেই ম্যানহ্যাটানের ৬০ স্ট্রিটের নিচে প্রতিটি প্রবেশ পথে ডিজিটাল টোল ক্যামেরা প্রতিষ্ঠা করা আছে

পুনর্নির্ধারিত টোলের মূল্য হবে উইকডেতে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৯ ডলার আর উইকএন্ডে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত একই দাম। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে ২.২৫ ডলার।

যেসব প্যাসেঞ্জার গাড়িতে ইজি পাস নেই, তাদের দিনের বেলায় টোল পে করতে ১৩ ডলার ৫০ সেন্ট আর রাতে ৩.৩০ ডলার।

ছোট সিঙ্গেল ইউনিট ট্রাক, পিক আপ ট্রাক, ভ্যানের জন্য পিক আওয়ার টোল ১৪.৪০ ডলার। ইজিপাসসহ মোটর সাইকেলের জন্য পিক আওয়ারের টোল ৪.৫০ ডলার ইয়ালো ও গ্রিন ট্যাক্সিকে দিতে হবে ৭৫ সেন্ট, আর এ্যাপভিত্তিক ট্যাক্সি উবার ও লিফটের জন্য ১.৫০ ডলার। এই টোল পে করবে প্যাসেঞ্জার। এই তথ্য জানিয়েছেন নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের কর্মকর্তা টিপু সুলতান।

যেসব গাড়ির মালিক আগের বছর আয় করেছেন ৫০,০০০ ডলারের নিচে, তারা বিশেষ ডিসকাউন্ট প্রোগ্রামের জন্য এমটিএ’র সাথে এনরোল করতে পারেন।  এই সব ড্রাইভারদের মাসে ১০টি ট্রিপের রেগুলার টোল পে করার পর পরবর্তী ট্রিপে অর্ধেক মূল্য পরিশোধ করতে হবে।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com