
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 127 বার পঠিত | পড়ুন মিনিটে
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার প্রস্তুতি সম্পন্ন। যেকোন দিন যাত্রা করতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন।
৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
Posted ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam