সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের উদ্যাগে

জ্যাকসন হাইটসে বড় পদার্য় ভোট গণনা প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটসে বড় পদার্য় ভোট গণনা প্রদর্শনী

৫ নভেম্বর ছিল মার্কিন প্রেসিডেন্ট নিবার্চনের দিন । নিউইয়র্কে দিনভর ছিল উৎসবমূখর পরিবেশ। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট! শ্বাসরুদ্ধকর এই ফলাফল ঘোসণার মুহূর্তটি স্মৃতিময় করে রাখতে নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বর্ণাঢ্য আয়োজন ‘ইলেকশন রেজাল্ট ওয়াচ পার্টি’। রাজনৈতিক প্লাটফর্ম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের উদ্যাগে বিশাল এলইডি মনিটরে নির্বাচনী সর্বশেষ খবরাখবর ও ফলাফল প্রচারের এই আয়োজন গোটা নিউইয়র্কের জন্যই নতুন এক অভিজ্ঞতা।

সন্ধ্যা ৬টা থেকে ডাইভারসিটি প্লাজায় জড়ো হতে থাকেন নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির জনসাধারণ। ভোট পরবর্তী ফলাফল দেখতে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত দর্শকরা। কে হবেন মার্কিনিদের ভাগ্য বিধাতা তা নিয়ে চলছিল জল্পনা—কল্পনা। আমেরিকান পরিমণ্ডলে বাংলাদেশি নির্বাচনী আমেজ যেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ঘোষণা করেন বাংলাদেশি আমিরকান রাজনীতিবিদ স্যার ড. আবু জাফর মাহমুদ ডেমোক্রেটিক পার্টির কুইন্ট কাউন্টি কমিটিতে বিনা প্রতিদ্বন্দীতায় সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি তথা সাউথ এশিয়ান কমিউনিটির গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে । সেখানে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আবু জাফর মাহমুদ । তিনি এরই মধ্যে এই কমিউনিটির জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন তার স্বীকৃতি স্বরূপ নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদে এই বিজয় অর্জন।

 

অনুষ্ঠানের আয়োজক পিপল আপ এর প্রেসিডেন্ট ও সদ্য নির্বাচিত ডেমাক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কমিটির সদস্য স্যার ডক্টর আবু জাফর মাহমুদ বলেন, বাংলাদেশি আমেরিকান নাগরিকদের মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দিতেই আজকের এই আয়োজন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রভাব বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে হিংসা বিদ্বেষ ভুলে । তিনি স্মরণ করিয়ে দেন , কোথাও বিশৃংখলা সৃষ্টি করলে আমেরিকার মূল ধারার রাজনীতিতে জায়গা পাওয়া যায় না বরং এক যোগে কমিউনিটির স্বার্থে কাজ করলে এগিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, আমেরিকার স্বার্থে , ব্যক্তিগত পছন্দ—অপছন্দের উর্ধ্বে উঠে নিজেদের গোষ্ঠীগত ভাগ্য উন্নয়নের জন্য নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আমাদের সমর্থন জানাতে হবে।

অনুষ্ঠানে কুইন্স কাউন্টি কমিটির সদস্য পদে নির্বাচিত হওয়ায় স্যার ডক্টর আবু জাফর মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান তার প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস এর সকল স্তরের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।

এই আয়োজনের ছিল আনন্দ বিনোদেনর ব্যবস্থা। প্রবাসের জনিপ্রয় শিল্পী কালা মিয়া, শিল্পী রেশমি মির্জা, শিল্পী বাঁধন ও শিল্পী আলভানের গান ব্যাপক সাড়া জাগায় দর্শকদের। বাংলা জনপ্রিয় গানের পাশাপাশি আমেরিকার মূল ধারার গানও পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ডেমোক্রেট নেতা শাহ নেওয়াজ, বাংলা সঙ্গীতের প্রখ্যাত শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব বেবি নাজনীন, স্বনামধন্য সঙ্গীত শিল্পী ও প্রবাসের নারী উদ্যোক্তা রানো নেওয়াজ, বিশিষ্ট রাপাবলিকান গিয়াস আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লু, জসিমউদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি আমেরিকান কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রবাসী সংগঠক ওয়ালিদুল ইসলাম সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, ঢাকা থেকে সংবাদ সংগ্রহের জন্য আসা সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংবাদিক আদিত্য শাহীন ও মূলধারার রাজনীতিক মিলন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে জয় বাংলাদেশ টেলিভিশন ।

 

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com