
বিশেষ সংবাদদাতা | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 203 বার পঠিত | পড়ুন মিনিটে
চোখে রেখে চোখ/ আবার দেখা হোক – এমনি একটি সহজ কথাকে হৃদয়ে ধারন করে সিলেটের সাংস্কৃতিক ও সাহিত্য মহলের বিশিষ্ট সুধীজনদের আড্ডার আয়োজন ছিলো গত শনিবার ২রা নভেম্বর সন্ধায় পূর্ব সুবিদ বাজারের চিনামন রেস্টুরেন্টে।সন্ধা ৬টায় শুরু হওয়া এই প্রানবন্ত আড্ডার আয়োজন ছিলো আমেরিকা প্রবাসী লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু কে নিয়ে। সূচনায় আগত অতিথিদের শুভেচ্ছা বিনিময় বক্তব্যের পাশাপাশি স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ সহ সংগঠক ও ছড়াকার শাহাদত বখতের ছড়া পাঠ সবার প্রশংসা পায়। অতিথি ইশতিয়াক রুপু নিজ রচিত কবিতা পাঠের মাধ্যমে স্মরন করেন সুনামগঞ্জের প্রয়াত কবি মমিনুল মউজদীন কে। কবি আব্দুল হক নিজ রচিত একটি প্রাসঙ্গিক কবিতা পাঠ করেন। কবি ইসমত হানিফা ও কবি ইশরাক জাহান জলি কাব্য ও বর্তমান সময় নিয়ে সুন্দর আলোচনা করেন। উপস্থিত সুধীজন অনেকে বর্তমান কালের কবিতা ও সমসাময়িক সাহিত্য নানা দিক নিয়ে খোলামেলা এবং দিক নির্দেশনামুলক আলোচনা করেন। বিশিষ্ট পরিবেশ কর্মী শরীফ জামিল যিনি সদস্য সচিব হিসাবে ধরিত্রী রক্ষায় আমরা- ধরা সংগঠনের দায়িত্ব পালনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তিনি পরিবেশ রক্ষায় প্রতিটি বাংলাদেশী কে নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সিলেটের অন্যতম পরিবেশ যোদ্ধা আব্দুল করিম কিম এই বিষয়ে সচেতন মহল কে আরো সক্রিয় হতে অনুরোধ করেন।পুরো সাড়ে তিন ঘন্টা সময় কাল আড্ডায় শিল্প সংস্কৃতি এবং পরিবেশ বিষয় ছাড়া ও আরো কিছু গুরুত্বপূর্ন সামাজিক বিষয় নিয়ে প্রানবন্ত আলোচনা হয়। সব শেষে সিলেটের বিশিষ্ট নাট্যকার ও ব্যাঙ্কার এবং রেডিও বাংলাদেশের খবর পাঠক আনোয়ার হোসেন রনির আড্ডায় যোগদেয়া সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। আড্ডায় উপস্থিত ছিলেন সর্বজনাব শরীফ জামিল, পরিবেশ যোদ্ধা আব্দুল করিম কিম, ড.মোহাম্মদ জহিরুল হক,ছড়াকার শাহদাত বখত,অধ্যাপক নুরুন উদ্দীন,আনোয়ার হোসেন রনি,সাংবাদিক উজ্জল মেহেদী,অধ্যাপক খালেদ উদ্দিন সাংবাদিক মোক্তাদির আহমদ মুক্তা, কবি ইসমত হানিফা, কবি ইশরাক জাহাল জেলি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিবেশ কর্মী তোফাজ্জল সোহেল,আমেরিকা প্রবাসী ও সাংবাদিক শাহান মজুমদার, লেখক মোয়াজ আফসার, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ তাজুল আমিন, রোটারিয়ান রিপন মিয়া, বেতার ঘোষক ও সংগঠক রিফা অবন্তী, সাংবাদিক আজহার উদ্দিন শিমুল, কবি মজনু মুহিবুর রহমান প্রমুখ।
Posted ১০:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam