
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 175 বার পঠিত | পড়ুন মিনিটে
জামাইকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো সেলিম—আলী পরিষদ। গত শনিবার ২ নভেম্বর হিলসাইড এভিনিউ’র উপরে ফাতেমা গ্রোসারীর সন্নিকটে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা দীর্ঘ লাইন ধরে খাবার সংগ্রহ করেন। শীতের মধ্যে শতশত মানুষের অংশগ্রহনে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফকরুল ইসলাম দেলোয়ার ও ওসমান গনি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কান্ডারি শাহ নেওয়াজ, নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আহসান হাবিব, দিলীপ নাথ ও কামরুজ্জামান কামরুল। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজি আজাহারুল হক মিলন, আলী ইমাম মজুমদার, কাজী আজম, নওশেদ হোসেন, কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, অনিক রাজ,আখতার বাবুল,হাসান জিলানী,জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দি, এনায়েত মুন্সী ও সামাদ মিয়া সহ অনেকে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam