
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 196 বার পঠিত | পড়ুন মিনিটে
জে মোল্লা সানী জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারন সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। কারন জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে গত ৩টি মাস ব্যস্ত ছিলাম। নিজ ব্যবসা ও পরিবারকে সময় দিতে পারিনি। এ গ্যাপ পূরন করতে আমার ৬ মাসের বেশি সময় লাগবে। এমতাবস্থায় সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়। বিবেকের তাড়নায় পদত্যাগ করেছি। সংগঠন প্রশ্নে তিনি বলেন, সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রাণ। সংগঠনের নিবেদিত নেতা ও কর্মি। সভাপতি হয়েও সংগঠনের যেকোন স্বার্থে তিনি একজন সার্বক্ষনিক কর্মির মতো কাজ করেন। এই সংগঠন বির্নিমানে তার অবদান রয়েছে। একান্ত ব্যক্তিগত কারনেই আমি দায়িত্ব পালন করতে পারছি না।
এ ব্যাপারে সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ারের দৃষ্টি আর্কষন করলে বলেন, দায়িত্ব পালন করা বা না করার অধিকার সবারই রয়েছে। সোসাইটির নির্বাচনে তিনি একটি পরিষদকে সর্মথন দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে তার প্যানেল হারলো। পরদিনই জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি থেকে রিজাইন করলেন। এটা অপ্রত্যাশিত। তার পদত্যাগের টাইমিংটা মনে হয় সঠিক হয়নি। হারজিৎ মেনে নিয়েই সংগঠন করার মানসিকতা থাকা উচিৎ।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এবার দুটি প্যানেল নির্বাচন করছিল। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার সেলিম—আলী পরিষদকে সর্মথন করেন। জামাইকা অঞ্চলে নির্বাচনী প্রধান হয়ে তিনি কাজ করেছেন। একই সংগঠনের সাধারন সম্পাদক জে মোল্লা সানী রুহুল—জাহিদ পরিষদকে সর্মথন দিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন। জামাইকায় নির্বাচনী প্রচারনায় মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়েন একই সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক। ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে শেষ হাসিটা দিলেন সভাপতি দেলোয়ারই । পরদিন সোমবার সাধারন সম্পাদক জে মোল্লা সানী সংগঠন থেকে পদত্যাগ করেন। বিষয়টি বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত জামাইকা এলাকায় টক অব দ্যা টেবিলে পরিনত হয়েছে।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam