সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটিজেন পুলিশের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করলেন শাহ নেওয়াজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   171 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিটিজেন পুলিশের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করলেন শাহ নেওয়াজ

নিউইয়র্ক সিটি পুলিশ এনওয়াইপিডি’র সিটিজেন পুলিশের গ্র্যাজুয়েশন কোর্স আনুষ্ঠানিক সম্পন্ন হয়েছে। এনওয়াইপিডি’র কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে সনদপত্র হস্তান্তর করা হয়েছে প্রশিক্ষণার্থীদের মাঝে। দেড় মাসের এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে। গত ২৯ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফ্লাশিং পুলিশ একাডেমীতে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সাথে আনুষ্ঠানিক অনুষ্ঠানে এনওয়াইডিপি’র সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশি কমিউনিটি থেকে বিশিষ্ট ব্যবসায়ি লায়ন শাহ নেওয়াজ কোর্স সম্পন্ন করার পর তাঁর সনদপত্র গ্রহণ করেন। সাপ্তাহিক আজকাল’র সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ কোর্স শেষ করার পর বলেন, ‘বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটিজেন কোর্স অনেক গুরুত্ব বহন করে। কোর্সে শেখানো হয় নিউইয়র্ক পুলিশের বিভিন্ন আইন, পুলিশিং পদ্ধতি, ব্যবহার ও প্রয়োগ নিয়ে বিভিন্ন তথ্য। এর মধ্যদিয়ে পুলিশিং সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করা সম্ভব।’
পুলিশ কর্মকর্তারা আশা করেন, একজন নাগরিক যদি পুলিশের আইনকানুন সম্পর্কে লেখাপড়া করে তা হলে পুলিশ বিভাগের কর্মকর্তারা সহযোগিতা পেয়ে থাকেন। অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ কমিশনার থমাস জি ডনলন—এর হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন লায়ন শাহ নেওয়াজ। এসময় ডেপুটি পুলিশ কমিশনার মার্কস স্টুয়ার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কোর্স সম্পন্ন করেছেন। বিশেষ করে জুইশ এবং স্প্যানিশ কমিউনিটির মানুষ কোর্স সম্পন্ন করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির কমিশনার, পাঁচ বরোর প্রধান, ডিটেকটিভ পুলিশের প্রধান, কমিউনিটি এফেয়ার্সের প্রধানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শাহ নেওয়াজ কমিউনিটি বোর্ড ১২—এর বোর্ড মেম্বার, এনওয়াইপিডি’র ১১৫ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের সদস্য।
কমিউনিটির সেবামূলক কাজ করার মধ্য দিয়ে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় সিটিজেন পুলিশের সদস্য হয়ে কমিউনিটির আরও সেবা করার জন্য সিটিজেন পুলিশের সদস্য হয়েছেন বলে জানান লায়ন শাহ নেওয়াজ।

Facebook Comments Box

Posted ১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com