
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 195 বার পঠিত | পড়ুন মিনিটে
কবি ও কলামিস্টদের অনানুষ্ঠানিক আড্ডা হয়ে গেল গত শনিবার। কবি এবিএম সালেহ উদ্দীন ও সাঈদা আখতার রেজভীনের কুইন্স ভিলেজস্থ বাসায় মিলিত হন নিউইয়র্ক সিটিতে বসবাসকারি সাহিত্যনুরাগীরা। রাজনীতি, কবিতা ও সাংবাদিকতার নানা বিষয় উঠে আসে এ আড্ডায়। এতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীরা কাদরী ,ডা: নজরুল ইসলাম ও মিসেস নজরুল,ড.আবেদীন কাদের, ডা: কাউসারী রোজী মালেক,আহমদ মাযহার, শিরীন বকুল, কবি শামস আল মমীন,কবি কাজী আতীক, রাহাত কাজী শিউলী,পলি শাহিনা,বেনজীর সিকদার, নাসির সিকদার, অধ্যক্ষ আজীজুল হক মুন্না, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক কাজজের সম্পাদক আফরোজা ইসলাম প্রেসক্লাবের সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল হক মজুমদার, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, নুসরত শাহ, কবি সুরীত বড়ুয়া ও চিত্রশিল্পী বিশ্বজিৎ চৌধুরী ।
শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা অবধি এ আড্ডা চলে। অনুষ্ঠানের হোস্ট সাঈদা আখতার রেজভীন নিজ হাতে রান্না করা ১৫ ধরনের আইটেম দিয়ে আড্ডাবাজদের আপ্যায়ন করেন।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam