সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের কনভেনশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের কনভেনশন

 

জাঁকজমকপূর্ন ও বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হলো মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের দ্বিতীয় কনভেনশন। গত ২০শে অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কনভেনশন হয়ে উঠে প্রানবন্ত ও আনন্দদায়ক। এতে প্রধান অতিথি ছিলেন ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম,এম,শাহীন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএএস ইনকের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কনভেনশনের কনভেনর তরিকুল হোসেন বাদল, সদস্য সচিব মারুফ খন্দকার ও জয়েন্ট কনভেনর আতিকুর রহমান যৌথ সঞ্চালনায় ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বার সুসান ঝুয়াং, প্রফেসর ড. রঞ্জন থাপালিয়া, টারকুইস হাকসিন, জপসিৎ সিং, অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ব্রান্ডন ক্যাস্ট্রো, সিবেনা শংকর, সেরিশ ওয়াকার, নবরাজ কেসি, মেহরিবান নসিব, ম্যাগদালিনা কুলিজ,মোহাম্মদ তারিক, ইউগেনিয়া রাম, গুগু মারাখি, স্যান্ড্রা পেরেজ, আজিজ ভাট, এরভিন আপাদু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ এম, এম,শাহীন বলেন, মানুষ জন্মের পর যে অধিকার জন্মায়, তা হলো মৌলিক অধিকার ও মানবাধিকার। সেই মৌলিক অধিকার ও মানবাধিকারের জন্য যারা বিশ্বব্যাপী লড়াই—সংগ্রাম করেছেন তাদের অভিবাদন জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ড. কামরুল ইসলাম। কনভেনর তরিকুল হোসেন বাদল,জয়েন্ট কনভেনর মোহাম্মদ আতিকুর রহমান, উপদেষ্টা মাসুদ রানা, মিন্টু কুমার রয়, ডা: মুক্তার আহমেদ, দিপক দাস, এডভোকেট রেশমা ইয়াসমিন, সাইদুল ইসলাম বাদল, সুলতান আহমেদ, রুহুল আমিন, নিলুফার ইয়াসমিন, টি আলি শেখ, নিরব হক, তাপস সাহা।

 

অনুষ্ঠানে ড. রফিকুল ইসলামকে যুক্তরাষ্ট্রের সম্মান সূচক প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা । সবশেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যা অতিথিরা মনোমুগ্ধ হয়ে উপভোগ করেছেন। সংগঠনের ব্রান্ড এ্যাম্বাসেডর চিত্র নায়িকা মৌসুমি ও চিত্র নায়িকা শাহনুর উপস্থিত ছিলেন। গান পরিবেশন করেছেন নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, তৃনিয়া হাসান, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, হীরা, সেলিম ইব্রাহিম, কবিতা মজুমদার, ড. কামরুল ইসলাম ও রেশমি মিজার্ ।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com