
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত | পড়ুন মিনিটে
গণআন্দোলনে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। হাসিনার বাসভবনের এসব খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া ‘দ্য প্রিন্ট’। তারা জানিয়েছে, ভারত সরকার তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। বাংলাদেশের সার্কিট হাউজের মতো ‘লুটিয়েন্স বাংলো’ দেশের মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়। তার নিরাপত্তার কথা ভেবে সংবাদ মাধ্যমটি রাস্তার বিবরণ প্রকাশ করতে অপারগ বলে জানিয়েছে। এখানে নিরাপত্তা নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে সকালে লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করেন। ফোনে অনেকের সঙ্গে কথা বলেন।
হাসিনা যখন বাসার বাইরে যাবার প্রয়োজন মনে করেন, তখন তিনি কোর নিরাপত্তা গ্রুপকে জানান এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বর্তমান অবস্থান বাংলাদেশ সরকারের কাছে এখনো প্রকাশ করেনি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগস্টে সংসদে বলেন যে, হাসিনা পরিস্থিতির কথা বিবেচনা করে সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন। হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন। তিনি একজন বৃটিশ নাগরিক। তবে রেহানা তার বোনের সঙ্গে একই বাসায় থাকছেন কিনা তা স্পষ্ট নয়। হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদও দিল্লিতে থাকেন।
Posted ৫:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
nykagoj.com | Monwarul Islam