রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

চিকিৎসকেরা যতোই বলুক না কেন, রাতের খাবার দ্রুত খাওয়া উচিত, কিন্তু অনেকেই তা মানেন না। অফিস থেকে ফিরে, রান্না শেষ করে খাবার খেতে খেতে ১০ টা কিংবা ১১ টা বাজিয়ে ফেলেন। প্রতিদিন এমন নিয়মই চলে। আর এতে নিজের অজান্তেই ক্ষতি হয়ে যায়, যা তারা বুঝতে পারেন না।

ভারতীয় পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী জানান, রাতের খাবার দেরি করে খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা শুরু হয়। রাতে দেরি করে খেলে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরলের মতো শারীরিক অসুস্থতা বাড়ে। ১০টা বা ১১টার পরে রাতের খাবার খাওয়ার পর ঘুমাতে গেলে হজমের গন্ডগোল বাড়ে, অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেয়।
রাতের খাবার কখন খাওয়া উচিত?

পুষ্টিবিদ শম্পা মনে করেন, রাতের খাবার খাওয়ার সঠিক সময় হলো সন্ধ্যা ৬টা থেকে ৮টা। কিন্তু, ৬টার মধ্যে নৈশভোজ সেরে ফেলা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খেয়ে ফেলার চেষ্টা করতে হবে।

মূলত ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। কেউ যদি ১১টায় ঘুমাতে যান, তাকে ৮টায় খেতে হবে। এজন্য দুপুরের খাবার খেতে হবে বেলা ১২টার মধ্যে। ওজন কমানোর প্রাথমিক শর্ত কিন্তু বেশি রাত করে খাবার না খাওয়া। তাছাড়া, রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা। বেশি ভারী খাবার রাতে এড়িয়ে যাওয়া ভালো।

Facebook Comments Box

Posted ২:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com