
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 124 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক স্টেটের সিনেটর ও এসেমব্লি মেম্বারদের বেতন বাড়লো ৩২ হাজার ডলার করে। আগামী বেছর থেকে জনগনের ট্যাক্সের অর্থে তারা ১ লাখ ১০ হাজারের স্থলে ১ লাখ ৪২ হাজার করে বেতন পাবেন। গত বৃহস্পতিবার স্টেট আইন সভায় তা পাস হয়। এতে নিউইয়র্কের আইন প্রণেতারা এখন দেশের সর্বোচ্চ বেতনভোগী জনপ্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন। দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী হলেন ক্যালিফোরনিয়া স্টেটের আইন প্রণেতারা। তাদের বেতন বছরে ১ লাখ ২০ হাজার ডলার। নিউইয়র্কের আইন সভায় এ সংক্রান্ত বিল সিনেটে ৩৩-২৩ ও এসেমব্লিতে ৮১-৫২ ভোটে পাস হয়েছে। এতে তাদের বেতন বাড়লো শতকরা ২৯ ভাগ। অবশ্য কিছু রিপাবলিকান সদস্য বিলের বিরোধিতা করে বলেছেন, বেতন বাড়ানোর ফলে জনগনের কাছে ভুল বার্তা গেল। তারা এখন পরিবার পরিজন নিয়ে জীবন চালাতে সংগ্রাম করছেন। এ সময়ে বেতন বাড়ানো ঠিক হলো না। আইনপ্রণেতাদের স্টাফরাও অসেন্তোষ প্রকাশ করেছেন তাদের বেতন না বাড়ায়।
নিউইয়র্কের বিভিন্ন লেবার ইউনিয়ন ক্ষোভ প্রকাশ করে বলেছে, স্টেট ও বিভিন্ন সিটির কর্মচারিদের বেতন বৃদ্ধি ডিউ হয়ে আছে কয়েক বছর ধরে। তাদের বেতন বাড়াতে স্টেট ও সিটিগুলোর তেমন আগ্রহ দেখা যাচ্ছে না । এমতাবস্থায় স্টেট লেজিসলেটরদের বেতন বাড়নো যুক্তিসংগত নয়।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam