
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 66 বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূসের সাথে দি্পক্ষীয় বৈঠক ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে। এ বৈঠকের কারনেই ড. ইউনূসের নির্ধারিত আগমন ২৪ তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। কাল সোমবার দুপুরে জাতিসংঘের ৭৯তম সাধারন অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌছবেন। জাতিসংঘের সদর দফতরে ২৪ সেপ্টেম্বর বাইডেনের সাথে বৈঠক। গত ৩০ বছরের ইতিহাসে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে জাতিসংঘে অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের কোন সরকার প্রধানের সাথে বাংলাদেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের ঘটনা প্রথম ও বিরল। এ বৈঠক বিশ্ব দরবার ও বাংলাদেশের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ড. ইউনূসের সাক্ষাৎ হচ্ছে না। মূলত: মোদির ব্যস্ততার কারনেই এটি হচ্ছে না বলে জানা গেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জং শংকর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বেপক্ষীয় বৈঠক অনিষ্ঠিত হবে। সেখানে শেখ হাসিনা সহ দু দেশের মধ্যকার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাাবনা রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্ম্দ শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ড, নেপাল, ইউরোপীয় কমিশননের প্রধান ও জাতিসংঘের মহাসচিব সহ ২৫টি দেশের প্রধান ও বিভিন্ন সংসংস্থার প্রধানের সাথে ড. ইউনূসের সাথে বৈঠক হবে। ২৭ আগষ্ট তিনি বাংলাদেশে ফেরৎ যাবেন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam