
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 192 বার পঠিত | পড়ুন মিনিটে
৩৮তম ফোবানার পর্দা উঠতে যাচ্ছে আগামী শুক্রবার মেরিল্যান্ডে। বর্ণাঢ্য এই সম্মেলন চলবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই তিনদিন উৎসবে মুখরিত থাকবে মেরিল্যান্ডের হোটেল হিলটন গ্যাটিসবার্গ। এখানেই অনুষ্ঠিত হবে ফোবানার ৩৮ তম মিলনমেলা। এই তিন দিনে হাজারো বাংলাদেশির পদধ্বনিতে মুখরিত হয়ে উঠবে হোটেল এলাকা। আয়োজকরা এখানে ফ্রি এন্ট্রি, ফ্রি পার্কিং এর ব্যবস্থা করেছেন বলে জনা গেছে।
বিশাল এই আয়োজনে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। থাকবেন ফোবানার অন্যান্য কর্মকর্তারা, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী এস এইচ আজম, হোস্ট কমিটির কনভেনর জাহাঙ্গির কবীর বাবলু, হোস্ট কমিটির মেম্বর সেক্রেটারি সারোয়ার মিয়া, হোস্ট কমিটির চীফ এডভাইজর কবীরুল ইসলাম, হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক এবং হোস্ট কমিটির প্রেসিডেন্ট হাদী কাইয়ুম।
মেরিল্যান্ড ফোবানার এই বিশাল আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে, চ্যানেল আই, সাপ্তাহিক আজকাল, বাংলা ভিশন, এশিয়ান টিভি, মিলেনিয়াম টিভি। সম্মেলন হোস্ট করছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক। এক্সিকিউটিভ ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে স্বপন চৌধুরীর ‘অন্তর শো বিজ’।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam