রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চশমা পরে নাকের দুপাশে কালচে দাগ? দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চশমা পরে নাকের দুপাশে কালচে দাগ? দূর করবেন যেভাবে

অনেকেই নিয়মিত চশমা পরেন । সব সময়ে চশমা পরার কারণে নাকের দুপাশে চাপ পড়ে। এক সময়ে সেই স্থানে কালচে ছোপ প্রকট হয়। এমন দাগ ঢাকতে কনসিলার ছাড়া আর কোনও উপায় থাকে না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু প্রতিকার বেছে নিতে পারেন।

কেন এমন হয়?

অনেকক্ষণ চশমা পরে থাকায় নাকের দুপাশের ত্বকে ঘষা লাগে। আর সেই স্থানে কোষগুলি ক্ষতিগ্রস্থ হয়। এর ফলে ত্বকে কালচে ছোপ প্রকট হয়ে ওঠে।

ঘরোয়া উপায়ে সমাধান

১. কমলালেবুর খোসার পাউডারও এক্ষেত্রে বেশ কার্যকরী। এই পাউডারের সঙ্গে সামান্য পরিমাণে দুধের সর মিশিয়ে দাগের উপরে লাগান। ভালো কাজ হবে।

২. অ্যালোভেরা জেল নাকের দুপাশের কালচে দাগ দূর করতে বেশ কার্যকরী। তাই আপনি নাকের দুপাশে এই জেল লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। উপকার পাবেন।

৩. কড়া দাগ মলিন করতে আলুর রসের জুড়ি মেলা ভার। তাই নাকের দুপাশে চশমার দাগ মুছতে অল্প পরিমাণে আলুর রসে তুলো ভিজিয়ে সেই স্থানে লাগাতে পারেন। উপকার পাবেন।

৪. শসার রস লাগাতে পারেন নাকের দুপাশে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং কালচে ছোপ মলিন করতে সাহায্য করবে।

তবে আপানর ত্বক সংবেদনশীল হলে কিংবা অ্যালার্জি জনিত সমস্যা থাকলে এসব উপাদান লাগানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Facebook Comments Box

Posted ৩:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com