শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেত্রী আইরিন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ নেত্রী আইরিন বহিষ্কার

 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আইরীন পারভীন বাংলাদেশে পুলিশ ও র‌্যাব কর্তৃক নির্মমভাবে ছাত্রহত্যার ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানাবার কয়েক ঘন্টার মধ্যে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশে তরুণ শিক্ষার্থীরা গুলিতে নিহত হবার পর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। নিউইয়র্কে একটি টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিবেকের তাড়নায় পদত্যাগ করবেন এমন মন্তব্য করার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসান বৃহস্পতিবার ফোনে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সঙ্গে আইরিন পারভিন জড়িত থাকার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

অনুষ্ঠানে আইরিন পারভিন ‘রাজাকার’ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে দোষারোপ করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলেন, আমরা বাবা আলহাজ ফৈয়াজ আলী। আমি সংগঠনের শুরু থেকেই জড়িত। তাই আমরা ভালোবেসেই বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ করি, কোন স্বার্থে নয়। বৃহস্পতিবার আইরিন পারভিনের মন্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে ফোনটি বন্ধ পাওয়া গেছে।

 

Facebook Comments Box

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com