‘পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস -পিপল আপ’ যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন এক সংযোজন। এদেশের ফেডারেল কংগ্রেস থেকে শুরু করে নিউইয়র্ক স্টেট ও সিটির নির্বাচিত কর্মকর্তাদের মাঝে এই রাজনৈতিক প্লাটফরম যেভাবে সমাদৃত হয়েছে, তা এক বড় দৃষ্টান্ত। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তথা এশিয়ার মানুষের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। একথা বলেছেন নিউইয়র্কের বিভিন্ন বাংলা গণমাধ্যমের উদ্যোক্তা, সম্পাদক ও সাংবাদিকবৃন্দ। সোমবার, ১৫ জুলাই ২০২৪ জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ স্যার ড. আবু জাফর মাহমুদ প্রতিষ্ঠিত রাজনৈতিক প্লাটফরম পিপল আপ আয়োজিত ‘গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক’ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা একথা বলেন। স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, সম্পাদক ও সাংবাদিকরা সবচেয়ে বড় সমাজশক্তি। তাদেরকে সঙ্গে নিয়েই এই আমেরিকায় গণমানুষের অধিকার আদায়ের জন্যই এই প্লাটফরমের যাত্রা। এখানকার শীর্ষ রাজনীতিক ও জনপ্রতিনিধিরা এই প্লাটফরমের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
অনুষ্ঠানে অনেকের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, রানার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের, এনওয়াই কাগজ সম্পাদক ও সাপ্তাহিক আজকাল প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,বাংলাদেশ এনওয়াই এর সম্পাদক রিমন ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, আইটিভি ও চ্যানেল ৭৮৬ এর প্রধান নির্বাহী মোহাম্মদ শহীদুল্লাহ, দ্য নিউ জেনারেশন সম্পাদক শাহ জে চৌধুরি, দ্য বে ওয়েভ এর নির্বাহী সম্পাদক অভিক সানোয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জয় বাংলাদেশ মিডিয়া’র সমন্বয়ক আদিত্য শাহীন।
উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, সাপ্তাহিক খবর সম্পাদক ফরিদ আলম, চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র অফিস প্রধান রাশেদ আহমেদ, দেশ সম্পাদক মিজানুর রহমান, এটিএন বাংলা ও ডিবিসি’র সাংবাদিক কানু দত্ত, ইউএসএ নিউজ অনলাইন এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি লিটন, মোহাম্মদ হোসেন দীপু, সাপ্তাহিক আজকাল এর সাংবাদিক আবু সায়েম, সাংবাদিক সৌরভ ইমাম, আমানুল ইসলাম, আলোকচিত্রী এম বি হোসেন তুষারসহ জয় বাংলাদেশ মিডিয়া ইনক এর সাংবাদিকবৃন্দ।