
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 252 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুটি প্যানেলই প্রায় চুড়ান্ত। আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী প্যানেল অধিকাংশ পদের বিপরীতে প্রার্থীতা নির্বাচিত করেছে। সেলিম—আলী প্যানেলের সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ। এই প্যানেল থেকে নির্বাচন করতে পারেন আহসান হাবিব ও হাসান জিলানী সহ আরো অনেকে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিউনিটির প্রায় ১৮ হাজার ৩৩০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
অন্য একটি প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করে নি। তবে গত বোববার সর্বশেষ তথ্যানুসারে সেলিম—আলী প্যানেলের বিপরীতে রুহুল—জাহিদ প্যানেল নির্বাচন করছে বলে জানা গেছে।। রুহল আমিন সিদ্দিকী সোসাইটির বর্তমান কমিটির সাধারন সম্পাদক। জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালী সমিতির জনপ্রিয় সাধারন সম্পাদক ছিলেন। তবে গত রোববার নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে গুঞ্জন উঠে রব, রুহল ও জাহিদ মিন্টুদের সর্মথনে সোসাইটির সাবেক জনপ্রিয় সভাপতি মরহুম কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদ বড় একটি পদে প্রার্থী হচ্ছেন। এ ব্যাপারে রুমানারা সাথে গতরাতে টেলিফোনে যোগাযোগ করা হয়। নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, তথ্যটি একুরেট নাও হতে পারে। সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তা হতে পারে। তবে ওয়েট এন্ড ওয়াচ। আমি কাজে আছি। পরে এ ব্যাপারে কথা বলবো। আপনাকে ধ্যন্যবাদ কল করার জন্য।
সোসাইটির বর্তমান কমিটির একজন সদস্য প্রতিবেদককে রোববার রাতে বলেন, রুমানা একটি দায়িত্বশীল পদে রুহুল—জাহিদ প্যানেল থেকে নির্বাচন করবেন। তবে সভাপতি বা সাধারন সম্পাদক পদে নয়। এই প্যানেলের কান্ডারী রব, রহুল ও জাহিদ মিন্টুর সাথে বারবার যোগাযোগ করে পাওয়া যায় নি। তাদের প্যানেলের বিষয়টি এখনও রহস্যে ঘেরা রয়েছে। এই প্যানেলের একজন নীতি নির্ধারক বলেন, সভাপতি পদে রুহুল, সাধারন সম্পাদক জাহিদ, সহসভাপতি ফারুক চৌধুরী, সহসাধারন সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে নওশেদ হোসেন নির্বাচন করছেন তা নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা ২ থেকে ৩ দিনের মধ্যে আসছে। বর্তমান কমিটির জনপ্রিয় প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ। রোববার রাতে তার দৃষ্টি আর্কষন করলে বলেন, আদৌ নির্বাচন করবো কিনা ঠিক করিনি। করলেও কোন প্যানেলের প্রার্থী হবো তাও চুড়ান্ত নয়। একটু অপেক্ষা করুন জানতে পারবেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
nykagoj.com | Monwarul Islam