শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডায়েটে হলুদ যোগ করবেন যেসব কারণে

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডায়েটে হলুদ যোগ করবেন যেসব কারণে

রান্নায় হলুদ না হলে চলে না। রান্নায় মেশালে খাবারের স্বাদ বাড়ে। আবার ত্বকে হলুদ ব্যবহারে সৌন্দর্য বেড়ে যায়। কাঁচা হলুদই হোক আর গুঁড়া হলুদ—দুটোরই আছে গুণ। হলুদ শরীরের নানা সমস্যার জন্যও উপকারী। বিশেষ করে অন্ত্রের জন্য হলুদের তুলনা নেই। হলুদে থাকা কারকিউমিন অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।

অন্ত্রের স্বাস্থ্যের জন্য হলুদের উপকারিতা সম্পর্কে ভারতীয় মেডিসিন বিশেষজ্ঞ শিবানী বাজওয়ার বলেছেন,হলুদ অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার উৎপাদন বাড়ায়। হলুদ যেভাবে অন্ত্রের জন্য উপকারী-

১. অন্ত্রে দীর্ঘস্থায়ী প্রদাহ যেমন- ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসসহ বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে। হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে।

২. হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে যখন ফ্রি র্যাডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে ভারসাম্যহীনতা থাকে, তখন কোষের ক্ষতি হয়। এই চাপ অন্ত্রের এবং সামগ্রিক পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে। কারকিউমিন ফ্রি র‌্যাডিক্যালকে নিরপেক্ষ করে এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের কার্যকলাপ বাড়ায়। এর ফলে,অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।

৩. হলুদ গলব্লাডারকে পিত্ত উৎপাদন করতে উদ্দীপিত করে, যা চর্বি হজমের জন্য অপরিহার্য। পিত্ত উৎপাদনের এই বৃদ্ধি হজমের উন্নতি করতে, ফোলাভাব কমাতে এবং বদহজমের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে। যার ফলে অন্ত্রের স্বাস্থ্য ঠিক থাকে।

৪. হলুদে থাকা কারকিউমিন উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উন্নীত করতে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। ফলে হজমজনিত নানা সমস্যা কমে।

আইবিএস এবং আইডিবি’র উপসর্গ থেকে মুক্তি দেয়
ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (আইডিবি) হল সাধারণ হজম সংক্রান্ত সমস্যা যা শরীরে অস্বস্তি সৃষ্টি করে এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, কারকিউমিন প্রদাহ, পেটে ব্যথা কমিয়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল

হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। এটি সংক্রমণ প্রতিরোধে বিশেষভাবে উপকারী।

আপনার ডায়েটে হলুদ কীভাবে অন্তর্ভুক্ত করবেন

হলুদ মেশানো দুধ: দুধের সঙ্গে হলুদের গুঁড়া, দারুচিনি এবং আদা মিশিয়ে খেলে উপকার পাবেন।
হলুদ চা: গরম পানিতে হলুদের গুঁড়া বা কাঁচা হলুদের রস মেশান। স্বাদের জন্য মধু এবং লেবু যোগ করুন।
রান্না: স্যুপ, স্টু, কারি এবং এমনকি স্মুদিতে হলুদ যোগ করতে পারেন। সূত্র: ইন্ডিয়া টিভি

Facebook Comments Box

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com