
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 238 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক মাতালো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। সোলসের প্রান পার্থ বড়–য়া গান ধরলেই দর্শকরা গেয়ে উঠেন প্রিয় গানগুলো। যেন সোলসের গানগুলো দর্শকদের হ্্রদয়ে আত্মস্থ হয়ে আছে। গোল্ডেন এজ হোম কেয়ার স্পন্সরড আয়োজিত সোলসের এই সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষের সমাবেশ ঘটে। যুক্তরাষ্ট্রেই মহা ধূমধামে সোলস উদযাপন করলো ৫০ বছর পূর্তি। সোলস তার মহিমায় আজও উজ্জ্বল। সোলসের ভোকাল হিসাবে গাইছেন পার্থ বড়–য়া। তিনি ব্যান্ডের ঐক্য ধরে রেখেছেন এবং গান গেয়ে চলেছেন ৩৭ বছর ধরে। ২ জুন জ্যামাইকার দ্য সেন্ট লুইস মেরী একাডেমীর হলে সোলস এর “লাইভ ইন কনসার্ট” একক কনাসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সোলসের একক সংগীত পরিবেশনা ছিল। সেই সাথে ছিল সোলসের এক সময়ের ভোকালিস্ট তাজুল ইমামের গান। তিনিও মঞ্চে একটি সংগীত পরিবেশন করেছেন। একটি গান পার্থের সাথে ডুয়েট করেছেন। বাকি সব গান একাই করেছেন পার্থ বড়ুয়া। তিনি একের পর এক গান করেছেন। এক মিনিটের জন্য তাকে ক্লান্ত হন নি। দর্শকদের মুহুর্তের জন্য তার দিক থেকে মনোযোগ হারাতে দেননি। মাঝেমধ্যেই দর্শকরা স্টেজের সামনে এসে নেচে গেয়ে মাতিয়ে তুলছিলেন। আয়োজকদের তা সামাল দিতেও বেগ পেতে হয়েছে। তিনি যখন মঞ্চে একের পর এক সংগীত পরিবেশন করতে থাকেন তখন দর্শকরা তার সাথে সাথে গান করতে থাকেন। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, মন শুধু মন ছুেঁয়ছে, মেলায় যাইরে, ঘুম ভাঙ্গা শহরে, এই মুখরিত জীবনের, রিমঝিম বৃষ্টি ঝেও ও ব্যস্ততা আমাকে দেয় না অবসর গানগুলো দর্শক শ্রোতাকে নিয়ে যায় পুরনো দিনগুলোতে। অনুষ্ঠানে এক সময়ে সোলসের ভোকাল গীতিকার তাজুল ইমামকে মঞ্চে ডেকে নেন পার্থ। তাজুল ইমাম সোলসের প্রতি ও পার্থ বড়–য়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্থ বড়–য়া সন্ধ্যা আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত সামান্য বিরতি নিয়ে সংগীত পরিবেশন করেন। তাকে দেখার জন্য তার গান শোনার জন্য এবং সোলসের পরিবেশনা দেখা ও শোনার জন্য নিউইয়র্কের সোলস প্রেমী ও সংগীত প্রেমীরা একত্রিত হয়েছিলেন। ছেলে, বুড়ো, নারী, পুরুষ, কিশোর, তরুণ সব বয়সী দর্শক ছিলেন। এই ধরণের দর্শক খুব কম অনুষ্ঠানেই দেখা যায়। এত দর্শক দেখে মুগ্ধ হন সোলস এর পার্থসহ অন্যান্য সদস্যরা। পার্থ এই জন্য দর্শককে ধন্যবাদদ দেন। তিনি যখন গানের একটি লাইন গাইছিলেন তার পরের লাইনটি দর্শকরা গেয়েছেন। এক সময়ে সোলসের গানের সময় যখন শেষ হয়ে আসছিল তখন আর দর্শকদের নিজ নিজ আসনে ধরে রাখা সম্ভব হয়নি। বেশিরভাগ দর্শক মঞ্চের সামনে চলে গেছেন। তারা সেখানে সোলসের সাথে গান করেছেন নেচেছেন।
সোলসের কনসার্টের সাথে সম্পৃক্ত ছিল গোল্ডেন এজ হোম কেয়ার । পাওয়ার্ড বাই রিভারটেল, গ্র্যান্ড স্পন্সর উৎসব ডট কম, সেইভ দ্য স্মাইল। গ্রান্ড স্পন্সর ছিল নূরুল আজম, মোহাম্মদ বি হোসেন বেলাল। হলের আসনগুলো রাত নয়টার পর কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। অনেক দর্শক মঞ্চের সামনের শেষে এবং দুই দিকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে দেশী মিউজিক এ্যান্ড ইন্টারটেইনমেন্ট এনওয়াই ইনক এবং গ্যালাক্সি মিডিয়া। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক ঠিকানা ও আজকাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা। সোলসের পক্ষ থেকে অতিথিদের পুরষ্কার দেয়া হয়।। পুরষ্কার প্রাপ্তরা হলেন শাহ নেওয়াজ, তাজুল ইমাম, রায়হান জামান, নুরুল আজিম, রিভারটেলের সিইও রুহিন হোসেন ও গ্যালাক্সি মিডিয়ার বদরুদ্দোজা সাগর।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam