
লাইফস্টাইল ডেস্ক | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | 66 বার পঠিত | পড়ুন মিনিটে
নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বৈরী এই আবহাওয়ার মধ্যেই কাকভেজা হয়ে ছুটতে হচ্ছে অফিসে। বৃষ্টির পানিতে ভিজে অনেকের জুতা, মোজা ভিজে একেবারে চুপচুপে হয়ে যাচ্ছে। সেই জুতা মোজা পরেই সারাদিন কাটিয়ে দিতে হচ্ছে। কিন্তু ভেজা জুতা খুললেই বিকট গন্ধ বের হয় এটা সবারই জানা।
এ ধরনের পরিস্থিতিতে জুতা, মোজার গন্ধ দূর করতে ঘরোয়া কিছু টিপস অনুসরণ করতে পারেন।
১. জুতা ভিজে গেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। পরের দিন জুতোর ভিতর ভালো করে মুছে ফেলুন। এতে গন্ধ দূর হবে।
২. ছোট্ট একটি কাপড়ে অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে ছোট পুঁটলি বানিয়ে মোজার মধ্যে রেখে দিতে পারেন। এতে মোজা থেকে দুর্গন্ধ দূর হবে।
৩. ন্যাপথোলিন গুঁড়ো করে তা ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে জুতোর মধ্যে ছড়িয়ে দিন। এতে জুতার দুর্গন্ধ কমে যাবে।
৪. জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিতে পারেন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। বাজে গন্ধ একেবারে দূর হয়ে যাবে।
৫. জুতা দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন। এরপর এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারারাত। এতে জুতার দুর্গন্ধ দূর হবে।
৬. জুতার মধ্যে কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর তা সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি এতে থাকা ব্যাকটেরিয়াও দূর হবে। জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। জুতায় দুর্গন্ধ হবে না।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
nykagoj.com | Stuff Reporter