রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেড়াতে গিয়ে ফুড পয়জনিং এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেড়াতে গিয়ে ফুড পয়জনিং এড়াতে করণীয়

এই গরমেও থেমে নেই ঘুরে বেড়ানো। প্রতিকূল আবহাওয়াতেও ভ্রমণপ্রেমীরা ছুটছেন এখানে সেখানে। তবে এই সময়ে বেড়াতে গেলে সবচেয়ে বড় যে বিপত্তিগুলি দেখা দিতে পারে তা হলো খাদ্যজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়া কিংবা ফুড পয়জনিং। যারা ভোজনরসিক তারা নতুন জায়গায় গিয়ে সেখানকার খাদ্যসংস্কৃতির স্বাদ নিতে চেষ্টা করে। এতে শরীর খারাপের ঝুঁকি বাড়ে। বেড়াতে গিয়ে খাবারে অনিয়ম করলে পেটের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে খাবারের ব্যাপারে সতর্ক থাকাই ভালো।

এই সময় ফুড পয়জনিং এড়াতে যা করবেন-

হোটেল বুকিংয়ের সময় সতর্ক থাকুন। অনলাইনে বুকিং করার আগে হোটেলটির রিভিউ দেখে নিন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কন্টিনেন্টাল খাওয়ার আগে সতর্ক থাকুন। যে খাবারগুলি সকাল থেকে বাফেটে থাকে সেগুলো সম্ভাব্য ব্যাকটেরিয়া দূষণের উচ্চ ঝুঁকিতে থাকতে পারে।

কোন খাবার খাওয়া নিরাপদ এবং আপনি কোনটি এড়িয়ে যেতে চান তা জানা গুরুত্বপূর্ণ। সাধারণত টেম্পারেচার কন্ট্রোল ও হাইজিনের কারণে এই সমস্যা .বেশি হয়। ৪০-১৪০ ডিগ্রিতে তৈরি করা খাবার যখন ৩-৪ ঘন্টার বেশি সময় ধরে থাকে তখনই সেটি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সসেজ প্যাটিস, বেকন, স্ক্র্যাম্বলড ডিম, কুইচ বা অন্যান্য মাংস এবং ডিমের পণ্যগুলি ঠান্ডা খাওয়া ঠিক নয়। যেকোনও সালাদ খাওয়ার আগে দেখে নিতে হবে সেগুলো যেন ফ্রেশ তৈরি করা হয়। সালাদে বাঁধাকপি ও লেটুস এড়িয়ে চলুন। ফলের রসের ব্যাপারেও এ বিষয়টা খেয়াল রাখতে হবে। খাবার আগে কোনোভাবেই হাত ধুতে ভুলবেন না।

Facebook Comments Box

Posted ৩:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com