সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুরিসপ্রুডেন্সে ডক্টরেট  ডিগ্রী লাভ শারমিন শতাব্দীর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   408 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুরিসপ্রুডেন্সে ডক্টরেট  ডিগ্রী লাভ শারমিন শতাব্দীর

জুরিসপ্রুডেন্সে ডক্টরেট  ডিগ্রী  লাভ করলেন  শায়লা শারমিন শতাব্দী । আটলান্টার  ইমোরী বিশ্ববিদ্যালয়ের ল স্কুল থেকে আইন শাস্ত্রে কৃতিত্বের সহিত অনার্স সহ  জুরিসপ্রুডেন্সে ডক্টরেট ( জুরিস  ডক্টর ) ডিগ্রি লাভ করেছেন। সে একাডেমীর সমাপনি পরীক্ষায় ৩.৮৫ স্কোর করেছে।সে নিউ ইয়র্কের ব্রুকলিন টেক থেকে হাই স্কুল গ্রাজুয়েশন ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়  (এনওয়াই ইউ ) থেকে কলেজ ডিগ্রি সম্পন্ন করেছে। সে খেটে খাওয়া ও হত দরিদ্র মানুষদের বিনা পারিশ্রমিকে আইনে সাহায্য  করতে চায় । এবং স্থানীয় মুলধারার  রাজনীতির সাথে সম্পৃক্ত হতে বেশী আগ্রহী । এ জন্য তিনি কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ যে, ইসরায়েল-ফিলিস্তিন চলমান  যুদ্ধে ছাত্র- ছাত্রীদের  মাঝে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ ধানা বেঁধে উঠায় সংহিংস  আন্দোলনের কারনে   সাধারন ছাত্রদের কথা চিন্তা করে  সকল প্রকার সহিংস  বিক্ষোভ / আন্দোলন এড়ানোর লক্ষে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মুল ক্যাম্পাসে অনুষ্টান না করে  দ্যা ওয়েস্টিন হোটেলের বলরুমে বিভাগ অনুযায়ী স্বল্প পরিসরে সমাবর্তন অনুষ্টান অনুষ্টিত হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র প্রেসিডেন্ট জর্জ এল,ফ্যানভেস,ইমোরী এলামনাই প্রেসিডেন্ট এলিজাবেথ হ্যালকস,ল স্টুডেন্ট ফ্যাকাল্টি মার্শাল  অধ্যাপক ফ্রেন্ড স্মিথ, ইমোরী ‘ ল এডভাইজারী বোর্ডের চেয়ারপারসন ল্যান লেভিন,ল’ ফ্যাকাল্টির ডীন প্রফেসর মেরী এ্যানি বাবিনস্কি,ও  ল’ বিভাগের সিনিয়র প্রফেসর অফ ল জর্জ বার্নাড  সেফারড বক্তব্য রাখেন। অনুষ্টানে  বিপুল করতালির মধ্য দিয়ে ইমোরী বিশ্ববিদ্যালয়র সম্মানিত প্রেসিডেন্ট জর্জ এল. ফ্যানভেস  ও ভাইস চ্যান্সেলর  প্রশাসন  অধ্যাপক মারগো এনি ভেগলি  ছাত্র- ছাত্রীদের মাঝে তাঁদের কাংখিত সনদপত্র তুলে দেন । উল্লেখ্য, শতাব্দী সাংবাদিক ও শেরপুর জেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাশেমের কন্যা।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com