
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 176 বার পঠিত | পড়ুন মিনিটে
উচ্চমাধ্যমিকে ভর্তি এবারও আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অর্থাৎ একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
nykagoj.com | Stuff Reporter