নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 509 বার পঠিত | পড়ুন মিনিটে
সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ এবং সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজের একমাত্র মেয়ে সাদিয়া নেওয়াজ (জারিন) এর জন্মদিন পালিত হলো।
জারিনের সুন্দর আগামীর পথচলাকে শুভাশীষ জানিয়ে বক্তব্য দেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর,সমাজকর্মী কাজী সাখাওয়াত হোসেন আজম,সাপ্তাহিক আজকালের বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক,জেমিনি পত্রিকা সম্পাদক বেলাল আহমেদ,জেবিবিএর সভাপতি হারুণ ভূইয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমি, ফটো সাংবাদিক নীহার সিদ্দিক,কন্ঠশিল্পী মোস্তফা অনিক রাজ প্রমূখ। এছাড়াও উপস্থিত শিল্পী,সাহিত্যিক,সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থেকে জারিনকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
বাবা শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজ মেয়ের জন্মদিনে শুভ কামনা করে এবং একগুচ্ছ ফুল দিয়ে বলেন,সুস্থ্য থেকো,ভালো থেকো। জীবন থেকে আরও একটি বছর তুমি করলে পার, সত্যিকারের মানুষ হয়ে ওঠো এই কামনা করছি বারবার।
জারিনকে জন্মদিনে অভিন্দন জানিয়ে অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন, আজকেরই এই দিনে সবকিছু হোক নতুন করে। সুখের স্মৃতিটুক থাক কাছে। আর সমস্ত দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে ভুলে গিয়ে নতুন করে তোমার জীবন শুরু হোক।
Posted ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
nykagoj.com | Monwarul Islam