বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো। সংগঠনের নির্বাচন ২০২২ সালে হলেও শপৎ অনুষ্ঠান হলো ৭ সেপ্টেম্বর। স্থানীয় ঢাকা ক্লাবে তুমুল বাকবিতন্ডার মধ্যদিয়ে তা সম্পন্ন হলো। রাতের প্রথম প্রহরে তুমুল গন্ডগোলে সভা পন্ড হয়ে যায়। পরে মধ্যরাতের পর সমঝোতায় রাত ১টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শেখ সিদ্দীক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়ের মিয়া, শেখ খোরাশন, জিয়া , মাহাবুবুর রহমান , মিটু, শেখ সিদ্দীক, মোঃ আবু তৈয়ব, মোশাররফ হোসেন, আবদুল খালেক, মোঃ ফারুক, সোলায়মান ইবনে মুজিব অন্তুু ,আরিফুল ইসলাম, আবদুল্লা আল বাকী , মোঃ বাবুল ও মোঃ শায়কুল।
“বাংলাদেশ প্যারেড” আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার বহুল প্রত্যাশিত ও আকাংখিত নতুন কমিটিতে শপথ গ্রহন কারী নির্বাচিতরা হলেন সভাপতি – এবিএম আলতামাস বাবুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ সাইদুজ্জামান ডেনী এবং কোষাধ্যক্ষ -রেজাউল করিম।