
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 125 বার পঠিত | পড়ুন মিনিটে
বাঙালি মুসলমান পৃথিবীর সবচেয়ে নিস্ফলা জাতিগোষ্ঠী। সংখ্যার বিচারে বাঙালি সম্ভবত চতুর্থ; চৈনিক হান, ইংরেজ, এবং আরবদের পরেই সবচেয়ে বড় সম্প্রদায় হল বাঙালি। কিন্তু পৃথিবীর ইতিহাসে বাঙালির অবদান প্র্যাকটিকালি জিরো।
এই সম্প্রদায়ের মধ্যে প্রফেসর ইউনুসের মত একটা ম্যাজিকাল ফিগার কিভাবে জন্ম নিলো সেটা একটা বিস্ময়। সম্ভবত প্রফেসর ইউনুস বাঙালি জাতিগোষ্ঠীর প্রথম গ্লোবাল সিটিজেন। বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ #৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে #১ নম্বরে রাখবে। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।
পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার তিনটি হল নোবেল, আমেরিকার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, ও কংগ্রেসনাল গোল্ড মেডেল। ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন মাত্র সাত জন, এরমধ্যে প্রফেসর ইউনুস একজন। ২০২০ সালে জাপান অলিম্পিকের মশাল বাহক(প্রধান অতিথি) ছিলেন ড. ইউনুস। ভাবা যায়? তিনি যে কত বড় সেটা বুঝতেও বাঙালির কমপক্ষে ৩০/৪০ বছর লাগবে।
তার ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।
এই রকম একটা পারসোনালিটির বিরুদ্ধে মামলা করা হয়েছে, তিনি নাকি ১৩ জন সহকারীকে নিয়ে ২৫ কোটি টাকা আত্মসাত করেছেন। উনি মাঝে মাঝেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেন, কত টাকা সম্মানী নেন জানি না, তবে উনার অনেক জুনিয়র কলিগ (বয়েসে না, পদে) নেন এক মিলিয়ন ডলার। উনার এর বেশি ছাড়া কম হবার কথা না। হাস্যকর…। অবশ্য খালেদা জিয়া নাকি তার ১৬/১৭ জন সহকারী নিয়ে ২ কোটি টাকা চুরি করেছিলো, সেই হিসাবে ঠিকই আছে।
করা হচ্ছে একের পর এক ফালতু মামলা করে। আদালত গেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছে। তাই ৮৩ বছর বয়েসি মানুষকে সিড়ি বেয়ে ৬ তলা উঠতে হয়েছে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
nykagoj.com | Monwarul Islam