রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: শেখ পরশ

রাজধানী ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   156 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: শেখ পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি সাধারণ মানুষকে হত্যা করে ও ভয়ভীতি দেখিয়ে এ দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। তারা এদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। এটাতে সফল হলে তারা শুধু ১৫ আগস্টে জন্মদিন পালন নয়, প্রতিদিনই উৎসব করবে। এটাই হলো বিএনপির আসল চরিত্র।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন, ১৫ আগস্টের মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করে। সেই হত্যার ধারাবাহিকতা এখনও চলমান।

তিনি বলেন, বিএনপি আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। হত্যার ষড়যন্ত্র এবং লাশ ফেলানো তাদের রাজনৈতিক কৌশল। লাশের রাজনীতি তারা করতে চায়। তারা মানুষ হত্যা করে সেটা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেবে। তারা অরাজকতা সৃষ্টি করে বিদেশিদের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।

যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ও শান্তি বিএনপির ভালো লাগে না। এটাকে বিনষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য। তাদের প্রধান শত্রু এদেশের জনগণ। কারণ তারা একাত্তরে পরাজিত হয়েছিল জনগণের কাছে। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এ কারণে তাদের আক্রোশ এদেশের জনগণের ওপর। আওয়ামী লীগ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এদেশের জনগণ। এ কারণে বারবার বিএনপি-জামাত এদেশের মানুষকে ভিকটিম বানায়, তাদের ওপরেই আঘাত করে, অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে হত্যা করে।

সঞ্চালকের বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ ও মৌলবাদ রাষ্ট্রে পরিণত করতে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। যারা দেশ ও দেশের স্বাধীনতা চায়নি সেই ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত আবারও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে, যেন কোনোভাবেই আগামী ২৪ সালের নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রকারীরা যেন দেশের মানুষের জান-মাল নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, তাদের ভয়-ভীতি না দেখাতে পারে সেজন্য যুবলীগের নেতাকর্মীদের সদা সজাগ থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে আপোসহীন এবং ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের জবাব রাজপথে দেবে যুবলীগ।

সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com