রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুইটার ফিরে পেয়েও প্রত্যাখ্যান ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   162 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টুইটার ফিরে পেয়েও প্রত্যাখ্যান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আবার খুলে দেওয়া হয়েছে। গত শনিবার টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরুদ্ধারে জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার খোলার পক্ষে ভোট দেন। তবে ভোটের ব্যবধান অল্প ছিল।

শনিবার লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প মাস্কের জরিপকে স্বাগত জানান। ট্রাম্প বলেন, তিনি মাস্কের ভক্ত। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন। গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার মাস্ক এক টুইটে বলেন, জনগণ রায় দিয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে। মাস্ক লাতিন যে প্রবাদ টুইট করেন, তার অর্থ দাঁড়ায়- জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর।

ট্রাম্পের বেশ কয়েকজন রাজনৈতিক মিত্র তাঁর টুইটারে ফিরে আসাকে স্বাগত জানান। ট্রাম্প বলেন, আমি মাস্ককে পছন্দ করি। মাস্ক এক চরিত্র বটে, আমি এমন মানুষদের পছন্দ করি। জরিপ বিষয়ে ট্রাম্প বলেন, তাঁর কাছে ট্রুথ সোশ্যাল আছে তাই টুইটারে ফিরে আসার কোনো কারণ নেই। খবর এএফপির।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com