
রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে ব্যর্থতার জেরে এবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটুকে যুগ্ম আহ্বায়ক এবং সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন এবং সদস্য সচিব হিসেবে রবিউল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, গত ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ব্যর্থ হওয়ায় দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার ঢাকা মহানগর যুবদলের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
দলটির নেতারা জানান, ২৯ জুলাই ঢাকা মহানগর যুবদলের নেতারা অবস্থান কর্মসূচিতে না গিয়ে কেউ কেউ নিজেদের মতো করে পৃথকভাবে মিছিল করেছেন, কেউ সমন্বয়হীনতার জন্য কর্মসূচি এড়িয়ে গেছেন। এসব কারণে এবার কমিটিই ভেঙে দেওয়া হয়েছে।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
nykagoj.com | Stuff Reporter