রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আইনের শাসন নেই: বরকত উল্লাহ

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে আইনের শাসন নেই: বরকত উল্লাহ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। দেশে আজ আইনের শাসন নেই।

রোববার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার আজ মানুষকে নিঃস্ব করে দিয়েছে। বাংলার আর কোনো মানুষ এখন আর আওয়ামী লীগের পক্ষে নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন দাবি করে তিনি বলেন, আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে।

গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে প্রতীকী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com