রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের জাতীয় পরিষদ ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   105 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের জাতীয় পরিষদ ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দেশটির জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশটির ক্ষমতাসীন জোটের সম্মানে নৈশভোজ-সংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তারিখ জানান প্রধানমন্ত্রী। সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

শাহবাজ শরিফের ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই তিনি তা ভেঙে দেবেন।

পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। একই সঙ্গে শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদও। ফলে নির্বাচনকে কেন্দ্র করে তৎপর দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলো। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

দেশটির সংবিধান অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে আজ শুক্রবার মিত্রদের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে তিন দিন সময় লাগতে পারে।

সাধারণ নির্বাচনের পর ২০১৮ সালের ১২ আগস্ট ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার যাত্রা শুরু করে। গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে ইমরানের সরকার ক্ষমতা হারায়। পরে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে।

Facebook Comments Box

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com