বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য একটাই- শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে। তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।’

বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়ার রায় নিয়ে বিএনপি গৎবাঁধা বক্তব্য দিয়েছে।’

সকাল সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় দলের সাধারণ সম্পাদকের কক্ষে বৈঠক শুরু হয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com