রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে কানাডায় বন্যা, নিখোঁজ চার

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫০ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে কানাডায় বন্যা, নিখোঁজ চার

শুক্রবার থেকে শুরু হয়ে পরের ২৪ ঘণ্টায় প্রদেশটির কিছু জায়গায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এ পরিমাণ বৃষ্টি সাধারণত ৩ মাসে হয়ে থাকে। এই অতি বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত ও বাড়িঘরের সামনে জলাবদ্ধতা দেখা দেয়।

নোভা স্কটিয়ার সরকারের প্রধান টিম হোস্টন বলেছেন, ‘আমরা খুবই ভয়াবহ এবং কঠিন পরিস্থিতিতে আছি। অন্তত ছয়টি সেতু মেরামত বা নতুন করে তৈরি করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘বাড়ি ও সম্পতির যে ক্ষতি হয়েছে… তা অকল্পনীয়।’ তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা কামনা করেছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, নোভা স্কটিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বেশ চিন্তিত। এছাড়া কেন্দ্র থেকে সেখানে পর্যাপ্ত সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি।

কানাডায় প্রতি বছরের মতো এবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। এরমধ্যে আবার নোভা স্কটিয়ায় দেখা দিয়েছে বন্যা। প্রদেশের সবচেয়ে বড় শহর হ্যালিফ্যাক্স এবং আরও চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com