
আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত | পড়ুন মিনিটে
আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও হোসপাইপ দিয়ে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। খবর আলজাজিরার।
অনেক পরিবারের একমাত্র আয়ের পথ বিউটি পার্লার। কিন্তু গত মাসে দেশজুড়ে থাকা হাজারও পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ক্ষমতাসীন তালেবান। এই পার্লার ছিল নারীদের জন্য বাড়ির বাইরে সামাজিক যোগাযোগের খুব কম সুযোগের একটি। গতকাল কাবুলের বুচার স্ট্রিটে বিক্ষোভে একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমার রুটি, পানি বন্ধ করবেন না।’
আফগানিস্তানে জনবিক্ষোভের ঘটনা খুব কম হয়, আর হলেও নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু এ অবস্থায়ও প্রায় ৫০ জন নারী জড়ো হয়ে বিক্ষোভ করেন, যা দ্রুতই নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে। বিক্ষোভকারীরা পরে সাংবাদিকদের ভিডিও ও ছবি সরবরাহ করেন। সেখানে দেখা যায়, নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে হোসপাইপ দিয়ে সজোরে পানি ছিটাচ্ছে। ভিডিওতে বিক্ষোভ চলাকালে ফাঁকা গুলির শব্দও শোনা যায়।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter