
আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 116 বার পঠিত | পড়ুন মিনিটে
বৃষ্টির পানি আর খাবার বলতে কাঁচা মাছ খেয়েই দুই মাস প্রশান্ত মহাসাগরে নিজের কুকুরকে নিয়ে বেঁচে থাকার লড়াই করেছেন অস্ট্রেলিয়ার নাবিক টিম শ্যাডক।
নিজের কুকুর বেলাকে নিয়ে গত এপ্রিলে মেক্সিকো থেকে ফ্রেন্স পলিনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সিডনির বাসিন্দা শ্যাডক। কয়েক সপ্তাহ ভালোই চলছিল। কিন্তু গভীর সমুদ্রে বৈরি আবহাওয়ায় তার নৌকা নষ্ট হয়ে যায়। তারপর থেকে স্রোতের সঙ্গে উদ্দেশ্যহীনভাবে ভেসে চলেছে এই জেলের নৌকা। প্রায় দুই মাস সমুদ্রে ভেসে বেড়ানোর পর অবশেষে একটি হেলিকপ্টর মাঝ সমুদ্রে তাদের দেখতে পায় এবং এ সপ্তাহে টুনা মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে।
ওই ট্রলারে একজন চিকিৎসক ছিলেন। তিনি বলেন, ওই ব্যক্তির মধ্যে ‘কোনো ধরণের অস্বাভাবিকতার লক্ষণ ছিল না।’
তবে সমুদ্রে এ দুই মাসে তিনি কৃশকায় হয়ে গেছেন এবং তার দাড়ি বড় হয়ে গিয়েছে।
একটি ভিডিওতে ওই নাবিককে বলতে শোনা যায়, ‘আমি সমুদ্রে কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি। দীর্ঘদিন সমুদ্রে একা ছিলাম। তাই এখন আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার দরকার। এছাড়া আমি ভালোই আছি।’
নৌকার মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল বলে জানান তিনি। নৌকার ছাউনির নিচে থেকে তিনি রোদের হাত থেকে রক্ষা পেয়েছেন।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter