
রাজনীতি ডেস্ক | বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 167 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে রওনা হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
জানা গেছে, ক্ষমতাসীন দলটির সমাবেশে যোগ দিতে জাহাঙ্গীর আলম ৩০০টি বাস, ৭০টি মাইক্রোবাসে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বুধবার দুপুরে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এসব তথ্য জানানো হয়। বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বর্তমানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ কিংবা কোন পদ পদবী না থাকলেও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এর আগেই ঘোষণা দেন।
বুধবার একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জোটভুক্ত ও সমমনা দল নিয়ে বিএনপি ঘোষণা দেবে বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সমাবেশের দিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ মহানগর কমিটির ব্যানারে ডাকা হলেও তার মধ্যদিয়েই প্রতিপক্ষকে জবাব দিতে চাইছে ক্ষমতাসীন দলটি।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter