রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশি-বিদেশি চাপে সরকার হিতাহিত জ্ঞানশূন্য: রিজভী

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশি-বিদেশি চাপে সরকার হিতাহিত জ্ঞানশূন্য: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশি-বিদেশি চাপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে অবৈধ সরকার। দুনিয়ায় গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দেশগুলোর কাছে আশ্রয় চাচ্ছেন শেখ হাসিনা। দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন।’

রোববার রাতে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘‘নিশিরাতের সরকার পানিতে হাবুডুবু খেতে খেতে এখন জনগণকে নানা বার্তা দেওয়ার চেষ্টা করছে। গত ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী ক্ষমতা কুক্ষিগত করে নিজের গোষ্ঠীস্বার্থে এক নজিরবিহীন ‘স্বৈরাচারী মডেল’ তৈরি করেছেন। আর এজন্য দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে দেশের স্বাধীন অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিতে দ্বিধা করেননি।’’

তিনি বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের নিরাপত্তাকে চরমভাবে পদদলিত করা হয়েছে গুম-খুনের সংস্কৃতির বিস্তার ঘটিয়ে। বাংলাদেশে সন্ত্রাসকে করা হয়েছে মহিমান্বিত, সন্ত্রাসীরা ক্ষমতার প্রশ্রয়ে সমাজের প্রভু হয়ে উঠেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে হবে। মানুষের মৌলিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সকল স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন ধ্বংসের শেষ প্রান্তে, এটি ফ্যাসিস্ট শক্তির হাত থেকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ১২ জুলাই (বুধবার) নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।’

Facebook Comments Box

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com