রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব: বাম জোট

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   163 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব: বাম জোট

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের নেতারা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও নেই। আগামী নির্বাচনেও যেন একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষেই সবরকম পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাসদের (মার্কসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ও ব্যাংক কোম্পানি আইন সংশোধন এবং সরকারি চাকরি বিল পাসের প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, এসব যে একটি সাজানো নির্বাচনের চক্রান্ত, সেটা খুব সহজেই বোঝা যায়। এভাবে সাজানো নির্বাচন করে আওয়ামী লীগ আর ক্ষমতায় যেতে পারবে না। সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানান নেতারা।

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com