রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতে আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতে আহত ৮

ইসরায়েলের তেল আবিবে একটি শপিং সেন্টারের কাছে মঙ্গলবার গাড়ি হামলা ও ছুরিকাঘাতে আটজন আহত হয়েছে। উত্তর তেল আবিবের পিনচাস রোজেন সড়কে এ ঘটনা ঘটে।

ইসরায়েলের পুলিশের একজন মুখপাত্র এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, ওই গাড়ির চালক একজন সশস্ত্র বেসামরিক নাগরিকের হাতে নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের সংগঠন হামাস এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এটি জেনিনে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়া।

আগের দিন গভীর রাতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে ১০ জনের প্রাণহানির পরদিন এ ঘটনা ঘটল। ওই আভিযানে নিহতদের বয়স ছিল ১৬ থেকে ২৩ বছরে মধ্যে। অভিযানে শতাধিক মানুষ আহত হন।

ইসরায়েলের মেডিকেল ইমার্জেন্সি সার্ভিসের চিফ অব স্টাফ উরি শাচাম বলেন, গাড়িটি পথচারীদের ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে নেমে বাইরে আসে এবং পথচারীদের ছুরিকাঘাত করে।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com