রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ভিন্নমত দমনে সরকার যতটা দক্ষ, ততটাই ব্যর্থ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে’

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ভিন্নমত দমনে সরকার যতটা দক্ষ, ততটাই ব্যর্থ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপিসহ বিরোধী দল ও ভিন্নমত দমনে যতটা দক্ষ, ততটাই ব্যর্থ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে। এ সরকার সিন্ডিকেট বান্ধব। ফলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছেনা সরকার। সরকারের বাণিজ্যমন্ত্রী ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে সিন্ডিকেটে জড়িতরা আরও বেশি ক্ষমতাবান হয়ে উঠবে, দাম বাড়াতে আগ্রহী হয়ে উঠবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, সারা বিশ্বে বর্তমানে খাদ্যপণ্যের দাম কমলেও দেশে কেন লাগামহীন অবস্থা? যে দেশের অর্থনীতি টাকা পাচার ও আর্থিক প্রতিষ্ঠান হরিলুটের নীতির উপর প্রতিষ্ঠিত সেখানে পণ্যের দামের লাগাম টানা যায় না।

তিনি বলেন, গত ৬ বছরে শিল্পখাতে কর্মসংস্থান কমেছে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও কমেছে। এ অবস্থায় চরম মুদ্রাস্ফীতিতে অসহায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষরা প্রয়োজনের তুলনায় অর্ধেক খাবার কিনছেন। সরকারের লুট ও টাকা পাচার নীতির কারণে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে এক শ্রেণির মানুষ।

রিজভী বলেন, খাদ্যপণ্যের অসহনীয় দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মধ্যে জনগণের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। গত কয়েক মাসে চাল, চিনি, ডাল, শাক-সবজীর দাম বেড়েছে কয়েক গুণ। পেঁয়াজ ও কাচা মরিচসহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গ্যালাক্সিতে পৌঁছেছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com