রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগ নেতা বাহার উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ’লীগ নেতা বাহার উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীরপ্রতীকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, সাহাব উদ্দিন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি নুর ইসলাম মোল্লা, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য তমিজ উদ্দিন ভূইঁয়া সেলিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রজন্ম কমান্ডের অহিদুল ইসলাম তুসার প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মুক্তিযোদ্ধারা বাহার উদ্দিন রেজা বীরপ্রতীকের ওপর হামলার দ্রুত বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, বাহার উদ্দিন রেজা বীরপ্রতীকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা ও চৌদ্দগ্রামেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। চৌদ্দগ্রামের সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র মিজানুর রহমান, কমান্ডার সিদ্দিকুর রহমান, আবদুল হাই কানু প্রমুখ। কুমিল্লার সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:০০ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com