রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   144 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের দুটি সম্প্রদায়ের পাল্টাপাল্টি হামলায় ১৩ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাটেউতে সাম্প্রতিক সময়ে কৃষক ও রাখাল সম্প্রদায়কে বেশ কয়েক দফায় বিবাদে জড়িয়ে পড়তে দেখা গেছে।

সর্বশেষ গত শুক্রবার স্থানীয় ফুলানি সম্প্রদায়ের পাঁচজন রাখাল পশু নিয়ে বাজারে যাওয়ার পথে বেরোম সম্প্রদায়ের কৃষকদের একটি দল তাদের হত্যা করে। এই ঘটনার প্রতিশোধ নিতে রাখালদের একটি দল বেরোম সম্প্রদায়ের কৃষকদের ওপর হামলা চালিয়ে আটজনকে হত্যা করে।

স্থানীয় ফুলানি হার্ডসমেন-এর প্রতিনিধি নুরু আবদুল্লাহি এএফপিকে বলেন, শুক্রবার ফুলানি সম্প্রদায়ের পাঁচ রাখাল বিক্রির জন্য পশু নিয়ে বাজারে যাচ্ছিল। পথে রাউরু কমিউনিটিতে বেরোম সম্প্রদায়ের কৃষকরা তাদের থামায় এবং হত্যা করে।

অন্যদিকে বেরোম সম্প্রদায়ের প্রতিনিধি পিয়াস ডালিয়োপ পাম এএফপিকে বলেন, একই এলাকায় ফুলানি সম্প্রদায়ের রাখালরা বেরোম সম্প্রদায়ের আট কৃষককে হত্যা করেছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাগবো সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলা ও এতে ১৩ জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাখালদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার পর প্রতিশোধ হিসেবে কৃষকদের ওপর পাল্টা হামলা হয়।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com